উন্নয়নের নৌকায় সব ঘাটে ঘুরি।
স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে ঘুরতে-
বৈঠার সাথে নিয়েছি লম্বা লগি;
এই চৈত্রে বাও মিলতে ঝামেলা নেই।


বইটই ঘেটে মন খুঁজে- জলে জলে থৈথৈ ;
সেকি, পদ্মায়ও হাটু পানি!
তবে লগি তো লগি
কি করি, কি করি লগির বাকিটা!


খাঁড়া বাকিটায় ঝুলিয়ে দিলাম স্বাধীনতার পতাকা
বাতাস তো আছে, যদি পতপত উড়ে।।


ঢাকা থেকে নড়াইল যাত্রা পথে,
পদ্মা পারাপার, ৪ঠা এপ্রিল ২০২১