কুয়াশায় আতংক জড়ায়,
শান্ত চোখে শকুনিরা মেলায় আসে;
আমাকে ঘিরে কেনো কুঁজো-
তেজী ডানায় পথে-ঘাটে বসে।


লাঠি খুঁজি তাড়াবার, কি দোষ আমার!
'চলে যা, সরে যা'
বাঁচবার উপায় খুঁজি, কাকে পাওয়া যাবে-
দোষ চাপানো যায় যারে।


আমি গৃহস্ত, এক ডাকে কলেমা-তাবিজ হাতে- 
আমার ডেরায় আসে মওলানা,
পূজোতে ব্রাহ্মণ; সকলে কি বলে-
'জনদরদী এমন হৃদয়, এমন সাধু, কোথায় আছে!
সিন্ধু-গংগা-যমুনা,
সরস্বতী, ভাগীরথী বয়ে যা'।


আমি তো গাঁয়ের সর্দার, 'শকুনিরা দূর হ'।।


মুকসুদপুর, গোপালগঞ্জ
১৫ই নভেম্বর ২০২১


অনুপ্রেরণাঃ "মঙ্গল দ্বীপ জ্বেলে/ অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু"- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।


সময়কালঃ ভীতিকর মৃত্যুপুরী, করোনা অতিমারির শেষ অধ্যায়।