আমি চাই কথা বলতে-
গলা ফাটিয়ে, চায়ের কাপে ধূমো উড়িয়ে।


ঢের কথা হোক অভাবের!
আমার স্বভাবের- চাপা থাক এবেলা সেকথা।


নির্ঘুম রাত- মশালের পথ,
চলে যে সময়ের রথ; নেচে গায় বাতাসী সখ।


নতুন বর্ষন পেয়ে প্রাণ
ফোঁটে মলা-ঢেলার প্রাণ, সামনে যে আসছে শ্রাবণ।


ছুটবো স্বাধীন, ফাঁটা আর ফাঁপা মাটি কর্ বর্জন।
কার প্রাণ যায়, কার অর্জন!
জেলে জেগে জাল ছাড়ায়-
শ্যামলী আটকায় পানি, সামনে যে শীত কাঁপুনী।


বায়ু জেগে করে পায়চারি, নেই হাহা জারি!


২৫শে মে ২০২৩


অনুপ্রেরণা: "Insanity is doing the same thing over and over and expecting a different result.” / "বারবার একই কায়দায়, থাকি উন্মাদনায়- ভিন্ন ফলাফলের আশায়।"- আলবার্ট আইনস্টাইন।