হরমুযের গলা, কতো ছলাকলা,
বন্দরে রাবনের দ্বীপ দেশে,
দানব স্পাইক,
আটকিয়ে ভেড়ে বড় ভেলা,
হবে তেলের বানিজ্য কলা।


শহরে দেশে দেশে,
করোনা স্পাইক বেকসুর খালাস।
কে সেই দুষ্কর্মা জন,
মানুষের দুশমন, প্রযোজক ব্যস্ত সে,
ব্যস্ততাই যে তার অভ্যাস।


জেনে গেছি, পেয়েছি ন্যানো।
নুন তো সব রান্নায় লাগে,
ফোন, গাড়িতে টিভি, অকশানে গাভী!
এ কোন ভাইরাস রে মনো,
গিলছে সাপ দেখ মানুষের মাথা।


যুক্তির দিল নিয়ে গেছে দ্বীপে,
খেদানো নির্বাসিত রাজা।
চলবে বানিজ্যের চাকা,
আবারও খাটাও টাকা,
স্বভূমিতেই হবে দিলের চাষ।


আমরাও হই প্রতিযোগি চাষি,
আবারও হাসবো হাসি।।


নড়াইল, ১৪ই জুলাই ২০২১