বাঁচাতে প্রাণ
কচি চারা ধান
কিষাণী কুড়িয়ে ছাই- ক্ষেতে নিয়ে গেছে।
অনূঢ়া পাট ঝিমুনিতে গাছ হয়ে
বুড়িয়ে গেছে- পাজি পিঁপড়ের তেজে।
নড়েনি মাটি
গুবরে পোকারা এখনো ঘুমিয়ে, নেই মাতামাতি।
বেয়াদব ফিঙে
হোক পেটে ক্ষিদে অতি
কেনো সে আঁধারে- সড়কের লাইটে এখনো উড়ে,
খুটে খুটে পোকা ধরে!


আজানের সাথে যে, সাঁঝ পড়ে গেছে।


জল নেই বুকে,
শরতের টানে চাষার লাল চোখ ক্ষেতে পড়ে আছে।।


নড়াইল, ১লা সেপ্টেম্বর ২০২২