গল্পটা কি শুঁয়োপোকা-
প্রজাপতি না বালকের।
দেখা যাক কি রায় পালকের!


নানি হাসে ফোকলা দাঁতে
বালকের সাথে;
একই খেলা খেলেছে তখন যুবা বেলা।


ওরে সুনীল, কষ্ট ওদের দিস নে রে বাবা।
মা তো! ভালোবাসার অশ্রুতে বেদনায় নীল।


আঠায় কাঠিতে
আটকে লেজে- ওড় না ডানায়!
ডিম ছেড়ে বাড়ে আঁধারে,
শুঁয়ো হয়ে মাটিতে চরে হাসলে স্বাধীন!


আচ্ছা, বালক বলোতো ঠিক।
প্রজাপতি গুলো প্রেমিক-শ্রমিক হাঁদারাম
বা ভোলারাম কেউ ছিলো তো।


অথবা, তুমি কি বালক
সব লেজে নাচাতে পারো
থাকলে সলক সব বাগানে।


২রা আগস্ট ২০২৩