বাঁচাতে পারিনি টবের গাছটি;
হঠাৎ মৌনতায় আমার সংসার, আমাদের সমাজ।
আহা, মনটা ভার-
কি ছিলো অভিমান গাছটার;
বুঝতে শিখেছি আমি, শূন্যতার কত ভার।
সামান্য ছিলো কী ও-ই  তুলসী ফুলের সৌরভ।


আমি অপটু মালি, খোঁজ নেই মালি সংঘে।
তারা যত্নের কথা যত্ন করে বললে;
আরও বললে-  রোগ আপনার শূন্যতা,
এসেছেন ভুল পথে।


অনেক ক্যামেলিয়া আজ ছোটে,
রাত- বিরাতে;
সুরভিত স্বেচ্ছাসেবক তুলসীর মতো,
মনের ঝাঁটা হাতে, চেষ্টায় সরাতে শূন্যতার ভার।।


নড়াইল, শুক্রবার, ২৩শে সেপ্টেম্বর ২০২২


উৎসর্গঃ 'প্রিয় ক্যামেলিয়া',  মানসিক সহায়তামূলক স্বেচ্ছাসেবক অনলাইন প্ল্যাটফর্ম।