(১)
ভালো থাকা ভালো,
জ্বলে যদি নিজের প্রদীপের আলো।
কর্জের তেলের দাম দিতে হবে মাশুলে;
সময় এগুলে, কতদিন চলে ভালো থাকা।
ঘামের তেলে নাই ভরসা হে, সিংহলী রাজা।
ভরসায় পরিবার স্তুতির দল।
বুঝে নাই তার সাধারণ প্রজা, প্রগতির কল।।


(২)
রাজার পক্ষের লোকেরা গিলতে পারে-
সোনার ভরি ডলারের থলে ;
সাবধান সাবধান!
মরন দশায় যায় যায় সাধারণ সিংহলী প্রাণ!
সংযম শুরু হলো হে, বাংগালী মুসলমান
জাহাজে ভরি-  ক্ষেতের ফসল দানাপানি এমন ত্রান।
কিছু নাহোক কম খাই, প্রতিবেশী বাঁচাই।
বাঁচাই ধর্ম, বাঁচাই চাষার ধনমান।।


ঢাকা, ২রা এপ্রিল ২০২২


পটভূমি: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে মন্ত্রীসভার পদত্যাগ ও প্রেসিডেন্ট এর দেশ ত্যাগ। তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। অজ্ঞাত কারণে খুবই অপর্যাপ্ত আন্তর্জাতিক মানবিক সাহায্য।