হাতি নিয়ে যানজট ফাঁদা,
মাহুত ব্যাটাকে দিলাম কষে।
শ্রমিক-ড্রাইভার আনন্দে দিয়ে যায় চাঁদা ;
কেনো চাঁদা দেয়, বেহুদাই। কেনো দেয়,
আমিও দিলাম বিশ টাকা শেষে।

কিশোর কাজির দরবারে গেলে-
বলে,- 'বাড়বে চাঁদা';
এ কেমন বিচারের রায়।

'বাঁচলে হাতি হবে মাহুতের গতি-
তোমার হবে সদগতি।
হিসেবে ভুল তোমাদের গতি, তাইতো এতো দূর্গতি'।।

নড়াইল-যশোর মহাসড়ক, ১০ই জানুয়ারি, ২০২২