শীত গত হয়
ফাগুনে আগুন জ্বালো, আসছে দখিনা বায়ু


বাড়ছে তাপ
মৃতপাতা ঝরে যায়..
আরো যাবে।
বাংলার সব মাটি হবে ফাঁটলের ম্যাপ।


হাজারো নদী খালে
আঁকা সেই আঁকাবাকা ফাঁটলে
ঢালো পানি।
জাগো হে প্রাণ তর্জনীর যাদুতে...


জাগো জাতি জাগো...যুগে যুগে।
ত্যাগের সমীকরণে অনিবার্য বাঙালির আভরণ সংগ্রামের জন্য;
সংগ্রাম যে চলছে, চলবেই।।


নড়াইল, ২রা মার্চ ২০২১