প্রতি শতাব্দী ধরে ধরে তলা সরে
বলা চলে
ব্রহ্মপুত্রের চাই নতুন ভূমি
আজ অব্দি
কে তুমি! শুধায় মেঘকন্যা ঐরাবতী ঢেউ তুলে মৌসুমি।
শুয়ে আছি আমি অজগর
চুয়ে চুয়ে
চুমে চুমে বাঁচি সুধা তোমার- বংগভূমে
আসবে ঝড় উঠিব নড়েচড়ে
দেখা হবে নতুন চিত্রে- ইতিহাসে রেখে পলির মান।


১৬ই জুলাই ২০২৩