উতসর্গঃ ডঃ তনীমা তাসনীম অনন্যা, বাংলার মহাকাশবিজ্ঞানী, শাতুক মানমন্দির, ডার্টমাউথ কলেজ, নিউ হ্যাম্পশায়ার, আমেরিকা।


বাংলার মেয়ে পৌছে গেছে,
কালিনী গহবরের দ্বার।
হালুয়া ঘুটনিতে রন্ধন তাঁর চলছে,
নতুন রন্ধন, মানুষ জানবে সৃষ্টির সংহার।


পলিতে পালিত মেয়ে, তুমি কি দেখেছিলে কতটা অদূরে,
সুউচ্চ এভারেস্ট কার শিরে, মেঘের সাথে ভেসে।


তাইতো মেঘের প্রেমে, সৃষ্টির ঘামে,
পর্বত-হিমালয় পাদে অবারিত বারিপাতে,
অভাবী বাংলার মাটি, নীচু আলগা ভূমি- শুষে নেয় জল!
ধীরে ধীরে থেমে যায়, আকাশের কোলাহল।


হয়েছ বিলীন সেই পলিতে, প্রাণের শক্তিতে।
তোমার আহবানে,
বোনের টানে ছায়া,
দুর্নিবার আকর্ষণে, ছুটে চলে জ্ঞানের সন্ধানে,
দৌড়ে যায় শত বাংলার মায়া,
বিজ্ঞান, কৌশল, প্রকৌশল ও গণিতে।


তাসনীম, তুমি, অনন্যা,
তুমি যে বাংলার কন্যা।।


নড়াইল, ১৬ই আগস্ট ২০২২