আজ সে উদবাস্তু, কাল তুমি।
আর আমিতো ঘরের নেশায়
পাগলপ্রায় মহা উদবাস্তু।


আরও যে আছে; ভয়ানক উদবাস্তু।
ঘুরে অলিগলি; শোনায় কোকিলের কলি।
হেরে গেলে যুবতী- দখলে নেয় পোতাশ্রয়!
থাপড়ে হাভাতের গালে-
পালে দেয় হাওয়া; মাস্তুল তার খাড়া।
পোস্টে ঝুলে গর্বিত স্বাধীনতার পতাকা,
জাহাজে লুন্ঠিত মাল।
পেটে মরিচের ঝাল!
ছুটে চলে নিজ দেশে- মহা উদবাস্তু শিবিরে।


জানে কি সে!
সেখানে চলছে ভালোবাসার কলি।
মংগল ভয়ে উদবাস্তু রুমীর কলি, কবি সে মওলবী,
ভালোবাসার উদবাস্তু কবি।।


নড়াইল, ১৩ই অক্টোবর ২০২১