শান্ত সাগরে প্রতাপ পরিতাপে।
সেই সাগরে মালের দ্বীপে কার জাহাজে পতাকা উড়ে।


কাহার কাহিনির ডানায় উড়ে
পিছু পিছু ঘুরে
শংখচিলে উপকূল গেছে ভুলে।


পেটের দরদে করদের ভাগ
কোন রাজপটে রাখিবে মাল
সাধের কপাল।
মান আর ঈমান নিয়ে মশগুল
যারা বেচে বিশ্বাসের গুল অথবা হরি রে
বেহাতি জিন আছে পর্বত ওপারে বহুকাল ধরে।
স্বরে মিন মিন নয় সে এখন রূপকথার ভূতো চিন।


কলেমার কিরে
তোমাতেই ধরা আমি মিসকিন জিরজিরে
দ্বীপের মাল নিবো করতলে আয় আয় মেলাই করতল।


অদূরে বদ্বীপে
নিভু নিভু দীপে দূরবীনে চোখ
আকাশ জলে কোন রংএর ছোপ কার পতাকা ভাসে
মাল কার ফয়সালা হবে সাগরপাট
দশমের সাত নবম মাসে।।


৩১শে জুলাই ২০২৩