আমি তো চেয়েছিলাম ;
পৃথিবীর রস টেনে লুকোবো আলুর মতো।
অথবা লুকোতে লুকোতে- যাই বলো অমৃত,
সময়কে করে জয়- হীরক হয়েছি।


জাত পাল্টালেও লুকোতে পারিনি প্রাণের পাত।
তাইতো সুযোগে বেরিয়ে পড়ি,
উল্কার গতিতে ছড়িয়ে পড়ি;
যেমন, ক'দিন আগে নাম দিয়েছো করোনা মহামারী।


লুকোতে পারিনি আমার প্রাণ!
এবার হামলা গাজা'তে।
আরো ব্যস্ত, রমনায় সাজাতে আমারই জাত।
ন্যায় আর নয়া উপনিবেশ, আমারই উপজাত;
এখনো বেঁচে আছি বেশ,
আঁধারে আঁধারে সাজাবো বিশ্বদেশ।


৩০শে অক্টোবর ২০২৩