প্রতিবেশী প্রান্তের রক্তের স্রোতে
বড়দের নজর এই অভাগা কোণে।


বঙ্গোপসাগরে ছড়াবে ঢেউ
রুবি-পপির যুদ্ধ-গৃহযুদ্ধ যাই হোক।


আবার বেসামাল হবে কি সীমানা,
এমনিতেই বেসামাল বানিজ্য-বাজার,
চলছে যে অতিমারি করোনা;


তেলের চাকার বাতি, জ্বলতে হলে প্রার্থনা-
প্রতিবেশী রক্তে আমরা,
না ভেসে যাই খোদা।।


নড়াইল, ১৩ই এপ্রিল ২০২১


প্রেক্ষাপট: করোনা মহামারি, রোহিঙ্গা শরনার্থী,  মায়ানমারের জাতিগোষ্ঠীর সাথে সরকারি বাহিনীর চলমান দীর্ঘতম গৃহযুদ্ধ, আমেরিকান কংগ্রেসে বার্মা এক্ট উপস্থাপনের প্রস্তুতি (পরবর্তীতে অনুমোদিত), মায়ানমারে জাপান-চীন-ভারতের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচি এবং গৃহ যুদ্ধ সম্প্রসারণের সম্ভাবনা।