মিলনের এ-ই সকালে    দিলাম গোলাপ খোঁপায়
অভিমানে পাপড়ি ঝরে    বিরহের সন্ধ্যায়


মেলায় চলো সবে    ভালোবাসার হাটে
         কিনো পুতুল জোড়া
         সাঁঝে ঘরে ফেরা
চোখের জলের স্মৃতি    আঁকো বিরহ পটে


মিলনের এ-ই সকালে    দিলাম গোলাপ খোঁপায়
ঝগড়ায় পাপড়ি ঝরে    বিরহের সন্ধ্যায়


ভোরের সোনা রোদে    পাখি মিলন ডাকে
         নদী পাড়ে দেখা
         আল্লাদে মোর সখা
ফিরবে নীড়ে শেষে    ফুলের রেণু মেখে


মিলনের এ-ই সকালে    দিলাম গোলাপ খোঁপায়
ঝগড়ায় পাপড়ি ঝরে    বিরহের সন্ধ্যায়


হারিয়েছি পথ    প্রতিক্ষায় যন্ত্রণায়
         জোড়া পুতুল দেখো
         পূবে চোখ রাখো
আবার হাটে চলো    ভর সোনালী ডানায়


মিলনের এ-ই সকালে    দিলাম গোলাপ খোঁপায়
ঝগড়ায় পাপড়ি ঝরে    বিরহের সন্ধ্যায়।।


খাগড়াছড়ি, ১৯শে মার্চ ২০১২


নোটঃ সংগীতের সুর ও ব্যকরণ জ্ঞান নেই। তবে সংগীত শুনি ও ভালোবাসি। এটি গীতিকাব্য কিনা জানি না।নিজস্ব ভালোলাগার সুর নয় ছন্দের উপর ভর করে লেখার চেষ্টা। কোনো বিদগ্ধ সুরকার বা সংগীত শিল্পী গানটি করতে চাইলে বা কোনো সুহৃদয় আবৃত্তিকার পাঠ করতে চাইলে কৃতজ্ঞতা ও অনাপত্তি দিলাম।