একদিন পর্বতের পাদদেশে দাঁড়িয়ে
ঊর্ধ্বদিকে হাত দুটি বাড়িয়ে
সগর্বে বলেছিনু উচ্চস্বরে
একদিন বড় হয়ে উঠে যাবো তোমার শিখরে।

বলেছিল পর্বত মৃদু হেসে -
তুমি বড় হয়ে
আমাকে ছোট করার এ দম্ভ বড়ই সর্বনেশে।
বরং যদি পারো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে
হয়তো উঠে আসবে একদিন আমার শিখরে
আমারই দেহের উপর অসংখ্য পথে।

সেই থেকে প্রতিদিন নিজেকেই ভাঙি
ক্ষুদ্র হতে নিজ রক্তে নিজেকেই রাঙি'।
হয়তো বা একদিন হয়ে গেলে ক্ষুদ্র পিপীলিকা
তোমার শিখরে উঠে জ্বালাবো আমার জয়-শিখা।
অথবা হলে এক ক্ষুদ্র ধুলিকণা
হয়তো বা এসে এক রুদ্র ঘূর্ণিঝড়
পূর্ণ করে দেবে আমার মনের বাসনা।