আয়না তুমি দেখাও জানি
সামনে যা, তার রূপ
মিছে কথার রঙ না দিয়ে
তাই থাকো নিশ্চুপ।


তবু কী আর ঢাকতে পারো
তোমার মহাচুরি?
আঁধার এলেই ধরা পড়ে
মিথ্যে বাহাদুরি।


তোমার যত আয়নাবাজি
নিছক আলোর খেলা
তাই পারো না দেখাতে তা
আঁধার রাত্রি বেলা।


মনের মাঝের আয়নাটাতে
সত্যি দেখার আগে
মনটাকে তাই অনেক রঙের
আলোয় ভরা লাগে।