মানুষের এই দেহের মাঝে দুইটি জিনিস রয়
একটির নাম হৃদযন্ত্র, অন্যটি হৃদয়।
হৃদযন্ত্র করে দেহে রক্ত সঞ্চালন
তাতেই দেহে বসত করে সুস্থ, সবল জীবন।
শিরায় যখন চর্বি এসে ধীরে ধীরে জমে
দেহের সাথে হৃদযন্ত্রের সংযোগ যায় কমে।  
অবশেষে হৃদযন্ত্র রক্ত বিনে মরে
জীবন তখন বাস করে না রক্ত-জমাট ধড়ে।


তেমনি মনে জমে যখন হিংসা এবং ঘৃণা
হৃদয় তখন হতে থাকে কোমল বৃত্তিহীনা।
ভালোবাসার সাথে হৃদয় হারায় যে সংযোগ
মৃত হৃদয় করে তখন পরের ক্ষতি ভোগ।
হৃদযন্ত্র যদিও চলে, দেহ থাকে বেঁচে
সেই দেহটা মত্ত থাকে ধবংসে নেচে নেচে।


বাঁচাও হৃদয় মনটা থেকে হিংসা, ঘৃণা ঝেড়ে
যতক্ষণ না মৃত্যু এসে জীবনটা নেয় কেড়ে।