বেওয়ারিশ জীবন ধরিত্রীর 'পরে
নীড়হারা নীলকণ্ঠ অকালেই মরে।
আকাশ তার নির্বাক সাক্ষী হয়ে রয়
সহনীয় এ ধরিত্রী সব তার সয়।
হতোদ্যোম কিছু প্রাণ ধুকে ধুকে চলে
কত ব্যথা বুকে রেখে সামান্যই বলে।
লালন-বিলাসিতায় কতক জীবন
ধরণীর বুকে আনে শত অঘটন।


সুখ-দুঃখ-ব্যথা আর কঠোর সংগ্রাম -
তার মাঝে যে জীবন হাঁটে অবিরাম,
বিধাতা যা-কিছু দেয়, নেয় হাসিমুখে
নিজেকে বিলায় তবু অপরের সুখে
রামধনু রঙে হয় সে জীবন চলা
পূর্ণতার বোধে তা বেনীআসহকলা।