হৃদয় যদি কাঁদে তোমার, নয়ন ভরে জলে
জেনো বন্ধু বিদায় শোভা এমনি করেই চলে।
প্রাণহীন এই দেহ যখন জড়িয়ে নিলো সাদা
যাওয়ার সময় পিছন ডেকে নাইবা দিলে বাধা।


পথ যা আমার চলার ছিল এসেছি তার শেষে
সূর্য এখন অস্ত গেছে - দিন কেটেছে হেসে।
মুক্ত আত্মা, হৃদয় খোলা, নাইবা দেখি চোখে
দুঃখ এখন নাই বাড়ালে অসাড় দেহের শোকে।


স্মৃতি যদি রাখোই ধরে, রেখো ক্ষণিক সময়  
আবেগ, ভালোবাসার কথায় ভরে রেখো হৃদয়।
ক্ষণিক যদি বিঁধেই বুকে আমার কথার হুল  
ক্ষমায় ভেবো আমি ছিলাম কাঁটার ভেতর ফুল।


মনের ভেতর রেখো নাকো একটু দুখের কণা
নিইনি সাথে দিয়েছিলে যখন যা যন্ত্রনা।
যে টুকু সুখ দিয়েছিলে সব নিয়েছি সাথে
যে টুকু প্রেম হয়নি দেয়া রইল তোমার হাতে।


অনন্ত এ যাত্রা পথে, তোমার শুরুর বাকি
আমায় বিনে নিঃসঙ্গতায় বন্ধু নিও ডাকি'।
সদাই থেকো দুঃখী জনের দুখের কাছাকাছি
দেখবে আমি হারাইনিকো, তাদের সাথেই আছি।


ভেবো নাকো হারিয়ে গেলাম, তুমিও হেথায় আসবে
কাঁদবে সবাই, সেদিন তুমি আমার মতোই হাসবে।
সকল স্বপ্ন পূর্ণ করে আসবে যখন শেষে
তোমায় বরণ করতে মালায়, যাচ্ছি আগে হেসে।