ওরে মন, তোর মতে আজ
চললো না যে’জন
ভাবলি সেই-ই এই জগতে
করলো বিভাজন।
দেখতিস যদি হৃদয় খুলে
হয়তো মতের বিভেদ ভুলে
নিতিস তারেই বুকে তুলে,
বন্ধু হতিস দু'জন।


এই জগতে মিশে আছে
আলোর সাথে আঁধার
খুললে দু'চোখ দেখতি রে তুই
জগৎটা কী ধাঁধার
আলোর মাঝেই আছিস ভেবে
তৃপ্তিতে যেই আলো নেভে
আঁধার এসেই প্রাচীর দেবে
মিলন পথে বাধার।


ভাবিস যদি নিজেই সঠিক
অন্য সবাই ভুল
নিজের হাতে কেমন করে
অন্যে দিবি ফুল?
ভাবলি নদীর এপার বসে
ওপারে সব পড়বে ধ্বসে
নিজেই শেষে যাবি ভেসে
মিলবেনা রে কুল।