হায়রে, আমার জীবন গেল বসে নদীর তীরে
যার তরে এ বসে থাকা, চাইল না সে ফিরে।


নদীর জলে সদাই চলে হাজার রকম খেলা
সেসব দেখে মেঘে ঢেকে যায় চলে যে বেলা।
          রইনু যারে দেখার আসায়,
          এলো না সে ভালোবাসায়
আসে এখন চতুর্দিকে নিকষ আঁধার ঘিরে।।


মিলন নেশায় নদীর জলও সাগর পানে হাঁটে
শুধু আমিই অচল দিশেহারা, সময় বৃথা কাটে।
         স্রোত হারানো জলও যে পায়
         কারো কলস মাঝেতে ঠাঁই
আমার শুধু মেলে না ঠাঁই তার সে প্রেমের নীড়ে!


সময় আমার গেল দেখে কত আসা-যাওয়া
ক্ষণে এলো মধুর বাতাস, ক্ষণে ঝড়ো হাওয়া।
         আমি বসে আছি যাওয়ার আশায়,  
            ঘর ছেড়ে তার ভালোবাসায়
পারে কি সে নেবে আমায় বেয়ে তরী ধীরে।