রাগ করো না, চিনতে নাহয় হলো তোমায় দেরী।
চেনা কি আর এতই  সহজ, যতই নিত্য হেরি?
চেনা যে হয় সকাল সাঁঝে,
দুঃখ, ব্যথা, অভাব মাঝে
যখন দুজন ভাবতে পারি সুখ, দুঃখ সব তো আমাদেরি।


আমার ব্যথা যখন তোমার বুকের মাঝে বাজে
যখন আমার চিত্ত হাসে তোমার সকল কাজে
প্রদীপ নেভা ঝড়ের রাতে
আলোক দেখি তোমার হাতে
রাত হলে তাই খুঁজি তখন তোমার প্রভাতফেরি।


দিনের শেষে যখন তোমায় নিলাম আমি চিনে
বিষণ্ণতায় মন যে কাঁদে কে রবে কার বিনে
কার আগে কার যাবার সময়
ভাবনাটাতেই বিষাদ যে রয়
তাই তোমারে এমনি করে নিবিড়তায় ঘেরি।