নদীর বেটা হাদা
শুধুই ছোড়ে কাদা
গাঁয়ের লোকে কাদা মেখে চেঁচায়
চতুর মিয়া আসে
মিষ্টি করে হাসে
ব্যস্ত থাকে আপন সাবান বেচায়।


আঁধার নেমে এলে
সবাই ঘরে গেলে
চতুর মিয়া বাড়ায় পথের কাদা
মূল্য ছাড়া সাবান
করেও কিছু দান
রাতের কাজে দেয় যদি কেউ বাধা।


হাদার সুবোধ হলে
কাদা যাবেই চলে
সবাই বুঝে মিলিয়ে নেবে হাত
চতুর মিয়া সে'দিন
শুকনো ডাঙাবিহীন
কাদার মাঝে হবেই কুপোকাত।