(ওগো) আমারে আর নাম দিও না রাধা
তাতে যে হয় আমার শুধু জনম জনম কাঁদা।


কালার হাতের মোহন বাঁশি যখন যেথায় বাজে
(তাতে) রাধার যে আর মন বসে না গোপীর ঘরের মাঝে।
ভৃগুর শাপে হয় না আবার কালার ঘরও বাঁধা
(ওগো) আমারে আর নাম দিও না রাধা।


(আমার) মন আর দেহ খণ্ড হয়ে দুই কূলেতে রয়
মনের সাথে মিললে দেহ পরকীয়া কয়।
সুখের তরে যে ঘর বেঁধে
নামের দোষে মরি কেঁদে
(এবার) আমার নামে সেই ঘরে হোক আমার কৃষ্ণ সাধা।
(ওগো) আমারে আর নাম দিও না রাধা