আমায় কি গো মাঝে মাঝে পূর্ণ করে চাও
এমনি করে তাই আমারে শূন্য করে দাও?
তাই যদি হয়, হোক তবে তাই
শূন্য হয়েই তোমারে পাই
আমার হাতে যা দিয়েছ তোমার সে সব নাও।


শূন্য করে দিইনি তোমায়, তাই নিয়েছ কেড়ে
ধন্য আমি ধন্য তবু মানি, যদি না যাও ছেড়ে।
তোমার যা ধন চুরি করে
তুলেছি এই পাহাড় গড়ে
ইচ্ছে মতই তুমি এখন ভুমির বুকে ধসাও।


তুমি এমনি করেই শেখাও
তুমি এমনি করেই দেখাও
টানতে কাছে প্রাসাদ থেকে, টেনে পথে বসাও।
তবু আমার হৃদয় যাচে
এমনি করেই রাখো কাছে
চোখের জলে ডুবিয়ে আমায় মিলন সুখে ভাসাও।