তোমার আমার গোপন খেলা চলে হৃদয় মাঝে
প্রতিদিন, সারাক্ষণ, অবিরাম, সকাল-সাঁঝে।


ওগো আমার অন্তরবাসিনি,
আমার সকল হাসির সুহাসিনি
আমার কান্নার ক্রন্দসী, সঙ্গিনী আমার সকল কাজে।


আমার এ সুরের খেলায়, আমি তোমার হাতের বীণা
তোমার হাতের পরশ বিনে, আমি যে নীরব-সুরহীনা।


আঁধার ঘনায় দিনের অবসানে
বিদায় বেহাগ তাই তো শুনি গানে
তোমাতে আমাতে মিলনের সুর যেন তবু তাতে বাজে।