গাছ যদি মরে যায়, রয় শুকনো কাঠ
মরলে ফসল খরায় থাকে শূন্য মাঠ।
নদী যদি মরে যায় তলদেশ ফাটে
তৃণ, ফুল, ফল মরলে বিক্রি হয় হাটে।


জীব যদি মরে যায়, হয় শবদেহ
এ সব মরায় কারো থাকে না সন্দেহ।
মনুষ্যত্ব মরে গেলে মনুষ্য সমাজে
কী তার চিহ্ন বা শবদেহ বিরাজে?


মানুষ বিভক্ত হয় পানি আর জলে
ফাটল ধরে হৃদয়ের শুকনো ভূমিতলে।
আইন আর ধর্ম হয়ে যায় বিকৃত
হৃদয়ের শবদেহ হয়ে যায় বিক্রিত।


হৃদয়হীন শবদেহে ধর্ম আনে জ্বর
উত্তাপে ভূ-স্বর্গ কাঁপায় থর থর।
ধার্মিক নাম পায় অকরুণ-বর্বর
নীরবে শুয়ে হাসে রাম ও বাবর।