তোমাদের চেয়ে আমি অন্যরকম -
এই কি আমার অপরাধ
তাই দিয়েছ "প্রতিবন্ধী" অপবাদ?


কতটা মগজ থাকলে কম
বলবে তারে মানসিক প্রতিবন্ধী?
অন্য সবার মগজ কি সমান -
সকলেই কি সমান প্রতিদ্বন্দ্বি?
কত সহস্র পূর্ণমগজ
খেয়ে ফেলেছে অবক্ষয়ের ঘুনে
তারা খেয়েছে ভালো মানুষের কয়টা মগজ
দেখেছ কখনো গুনে?


হাত পা আমার একটু ছোট
অথবা একটা নেই
চোখে কম দেখি,কানে কম শুনি,
ভাবতে হারাই খেই-
আমায় বলো না প্রতিবন্ধী
করোনা ব্যঙ্গ-ভঙ্গী
আমি একটু অন্যরকম
তবু হতে পারি সবার নিত্যসঙ্গী।
করো না ঘৃণা অথবা করুণা,
অথবা যেও না দলে
অথবা ছুড়োনা উচ্ছিষ্ঠ
আমাকে ভিখারি বলে।


অন্যরকম ভাবো,
গড়ে তোলো অন্যরকম সমাজ
যেখানে রবে অন্যরকম মানুষগুলোর
অন্যরকম কাজ।
পারবে যেখানে অন্যরকম মানুষগুলো
তাদের মত চলতে
তাদের মতই দেখতে, শুনতে
তাদের মতই বলতে।
সবার মত সম সম্মানে
সমাজে করবে বিচরণ
"প্রতিবন্ধী" নাম নয় আর,
নাম হোক ওদের "বিশিষ্টজন"।


অন্যরকম এমন সমাজ
নাই যদি পারো গড়তে
সে সমাজ রবে প্রতিবন্ধী
সবার জন্যে লড়তে!


সহমর্মিতার সংবেদন