আসে ঈদ নেই নিদ্ সাইদুল তাই জাগে,
আগে লিখি কার কি কি এই ঈদ এলে লাগে।
বাবা জানি দেবে আনি পাঞ্জাবি-পায়জামা
মোর কাছে জানা আছে জুতা দেবে বড় মামা।
বড় বোন কয় শোন্, এলে বাড়ি বড় ফুপি
ঢাকা থেকে ফুল এঁকে এনে দেবে ঈদ-টুপি।
ঈদ আগে অনুরাগে মায়ে ঠিক দেবে চুমু
নয় ফাঁকা পাবি টাকা, এখন তো ভাই ঘুমু।
মশগুল সাইদুল করে শুধু ঘুমে ভান
নিরজনে মনে মনে এঁকে চলে ঈদ-প্লান।

মোর কাছে সব আছে, গেলো আজ যা যা জানা
এইবারে ব্যবহারে নেই তার কিছু মানা।
কালু, পালু আর লালু মোর সাথে স্কুলে পড়ে
ছেঁড়া সাজে মাঝে মাঝে মিলে মিশে খেলা করে।
নতুন যা দেবো তা তা ওদের ভাগ করে সবে
ঘরে কেউ স্বপ্নেও জানবে না কথা তবে।
টাকা দিয়ে কিনে নিয়ে ভালো কিছু সেমাই
ভাগ করে তিন ঘরে দিয়ে দেবো সন্ধ্যায়।
ঈদ ভোরে নেবো পরে আগের সব পোশাক
ঘরে সবে দেখে হবে খুব রাগ, অবাক।
কেউ কেউ শুধাবেও নতুন পোশাক কই?
শেষে সবে মেনে নেবে আমি যদি চুপ রই।

নামাজ শেষে ঈদ-বেশে খুব তাড়াতড়ি
যেতে হবে খেতে হবে বন্ধুদের বাড়ি।
লালু, কালু আর পালু মোর পোশাক পরে
হাত হাতে মোর সাথে যাবে মোদের ঘরে।
দেখে সবে ঠিক হবে খুবই বিস্মিত
আমি খুব রবো চুপ মুখে হাসি স্মিত।

ছুঁটে এসে ভালোবেসে বুকে নেবে মা আমার
বলবে সে, দেখো এসে এতো ভালো ছেলে কার?
ঈদ মানে প্রাণে প্রাণে মিলে মিশে এক প্রাণ
নেই যার মন তার পেয়ে গাবে একই গান।
তব কাছে যাহা আছে অন্যে তার দাও কিছু
সব ভুলি কোলাকুলি, কেউ নয় উঁচু নিচু।