রিমঝিম বৃষ্টির সিক্ত হাওয়ায়
নিঝুম এই রাতে ওই শহর ঘুমায়
শুধু আজ ঘুম নেই আমার দুনয়নে
দেয়ালের ঘড়িখানা হেঁটে চলে টিক টিক
যেন শুধু বলে যায় সবকিছু আছে ঠিক
আমি শুধু ঠিক নেই আমার এই শয়নে।


ছাদখানা ভরে গেছে স্মৃতিদের ছাপে
এলোমেলো হাঁটে ওরা বড় উত্তাপে
আমি শুধু চেয়ে রই
ভ্রান্ত-বিভোর হই
কাটাকুটি করে চলি কিছু তার চয়নে।


ফিসফিস বলে যায় বাতায়নে হাওয়া
রয়ে যাবে অপূর্ণ হৃদয়ের চাওয়া।
আঁধারের ফাঁদে ওই
পূর্ণিমার চাঁদ কই?
নিসঙ্গ একাকী বিষণ্ণ  চেয়ে থাকি
ক্ষণ কাটে হৃদয়ে স্বপ্নের বয়নে।