পরিপূর্ণ বিশ্বাস ইসলামের সর্বপ্রথম খুঁটি
এটি থাকলেই অন্য কর্ম এসে বাঁধে জুটি।


ছয়টি পূর্ণ বিশ্বাস চাই হইতে মুসলমান;
আল্লাহ এক ও একমাত্র সর্ব শক্তিমান।
জন্ম তারে দেয়নি তো কেউ, নয় জন্মমাতা
নেই তার কেউ আত্মীয় -সন্তান, বোন, ভ্রাতা।
সর্বকালে ছিল সে আর থাকবেও তাঁর স্থিতি
তিনিই চালান সকল কিছু ইচ্ছা মতোই নিতি।
এই জগতে সবই ঘটে, যা ইচ্ছা হয় তাঁহার
নেই কোন তাঁর ভুল, নিদ্রা, পান অথবা আহার।
প্রশ্নবিহীন ন্যায় বিচারক তাঁর মতো নেই কেউ
শাস্তি দিতে কঠোর যেমন, নরম করুণাতেও।
মুসলমানের সকল চাওয়া - তাঁর কাছে প্রার্থনা
সে ছাড়া নয় এই জগতে অন্যের উপাসনা।


আজ্ঞাবাহী ফেরেস্তারা সেই আল্লা্হর সৃষ্টি
সকল সময় আল্লা্হর আদেশ পালনেতেই দৃষ্টি।
সৃষ্টিগুণে আল্লা্হর আদেশ পালনে সক্ষম
যত কঠিন কিংবা হোক-না তা যত নির্মম।
লোভ, ভোগ, পাপ হতে তারা পরিপূর্ণ মুক্ত
আল্লা্হর ইচ্ছায় রূপহীন, বা যে কোন রূপযুক্ত।


আল্লাহ থেকে আসা সকল মানব-জীবন-বিধান
সত্য ছিল -  যেমন সত্য শেষ-পবিত্র কোরান।
যেমন বিধান পেয়েছিল দাউদ, মূসা, ইসা
আর কিছু তার সংক্ষিপ্ত - মানব জাতির দিশা।


যুগে যুগে নবী রসুল আল্লা্হর পথ প্রদর্শক
নির্লোভী, নিস্পাপী তাঁরা, সত্যপথে আকর্ষক।
আদম, নূহ, ইসা, মূসা আরও অনেকজন
মোহাম্মদে হয় যে তাঁদের আসা সমাপন।


ভালো-মন্দ কর্মফলের হবেই বিচারদিন
এই জগতের কোন কর্মই নয় তো বিচারহীন।
ভালো কর্ম যাদের বেশী সুখের বেহেস্ত পাবে
মন্দ কর্ম যাদের বেশী, দুখ-দোজখে যাবে।


ভাগ্যে লেখা যাইবা থাকে তাই জীবনে ঘটে
কর্মের পথ হেঁটে শেষে হয় তা অর্জন বটে।
ভাগ্যে আছে কী যে লেখা আল্লাহই শুধু জানে
পরিপূর্ণ বিশ্বাসী এই শেষ বিশ্বাসও মানে।
------------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে