মানুষ আসে একা, অনেক মানুষ পায়
মানুষ ছাড়া মানুষ, বাঁচা বড়ই দায়।
এই জীবনের পথে, মানুষ যায় আর আসে
তার মাঝে কেউ কারেও, হঠাৎ ভালোবাসে।


জীবন ওঠে ভরে, অনেক আপনজনে
বৃক্ষ ধরে যেমন, দাঁড়ায় লতা বনে।
সেই বৃক্ষটি যদি, সহসা নেয় বিদায়
সেই লতাটি তখন, মাটির 'পরে লুটায়।


সেই লতাটি আবার, জড়িয়ে অন্য গাছে
ফুল পাতা ও ফলে, নতুন করে বাঁচে।
সেই লতাটি যদি, গাছ কাছে না পায়
চরণে হয় পিষ্ট, নয় পশুতেই খায়।


একটি মানুষ যখন, নেয় সহসা বিদায়
নির্ভরশীল যারা, লতার মতই লুটায়।
রোগ অভাব ও শোকে, মানুষ অসহায়
বাঁচতে নতুন করে, মানুষ কাছে চায়।


মানুষ যখন কাঁদে, যাও এগিয়ে কাছে
দেখবে কতকিছুই, তারই দেয়ার আছে।
অনেক কথা-কাজ, দেখেনি কেউ ভেবে
হয়তো তোমায় পেলে, বিশ্বকে তাই দেবে।


মানুষ কাঁদে একা, যাও মানুষের কাছে
পাওনা ভুলে দাও, তোমার যেটুক আছে।