মনকে আমি চালাই নাকি
              মন আমাকে চালায়
বুঝতে সেটা সারাজীবন
              মরি বিষম জ্বালায়।


মনের চাওয়ায় পাপে যখন
              মত্ত হয় এই দেহ
দেহের ভাগ্যে শাস্তি মেলে -
              মন দেখে না কেহ।
যতই আমি ভাবি প্রভু
বুঝি না যে কিছুই তবু
তোমার শাস্তি মনে নাকি
              আছে দেহের বালাই।


মনকে যদি আদেশ দিলে
             চলতে তোমার পথে
দেহের কী দায় মন যদি
            না চলে তোমার মতে।
যে শোনে না তোমার কথা
সে নেয় দেহ যথাতথা
কর্ম শেষে দেহ ফেলে
           মন যে কোথায় পালায়।


মাটির বুকে মিশে শেষে
            দেহই হবে ক্ষয়
পাপের শাস্তি তারে দিতেই
            দেখাও তুমি ভয়।
আমি শুধুই মরি ভেবে
শাস্তি তারে কেমনে দেবে
দেহকে যে ফেলে পালায়
           পাপের ডুবা-নালায়।