কবি আমি, কবিতা লিখে যাই
জগতকে দেখে দেখে
অনুভূতি মনে মেখে
হৃদয়ের কথা শিখে যাই
কবি আমি, কবিতা লিখে যাই।


আঁধারের মাঝে আলো হাসে
বনে ফুল রঙ ভালোবাসে
সব তার বুকে ছুঁয়ে
হৃদয় মাটিতে থুয়ে
নীল চোখে আকাশে তাকাই
কবি আমি, কবিতা লিখে যাই।


পৃথিবীর মঞ্চে জীবনের অভিনয়
একই তো মানুষের সহস্র পরিচয় -
সুখ ও আনন্দে হাসে
পাশাপাশি দুঃখে ভাসে
কেউ ঝরে, কেউ টিকে যায়
কবি আমি, কবিতা লিখে যাই।


দুদিনের পৃথিবীতে কত খেলা
ছন্দ-সুর-গানে কাটে বেলা।
কী রবে কী রবে না
ভেবে লেখা হবে না
আজ যত রঙ, কাল ফিকে হায়!
কবি আমি, কবিতা লিখে যাই।


জীবনের ছোঁয়া পেতে চাই
জীবনকে ছুঁয়ে যেতে চাই
জীবনকে ছুঁয়ে ছুঁয়ে
জীবন জীবনে থুয়ে
জীবনের কথা শিখে যাই
কবি আমি, কবিতা লিখে যাই।


ভাবি নাকো আগে পিছু
লিখি করে মাথা নীচু
আবর্জনার যদি কিছু
সময়ের বুকে টিকে যায়
কবি আমি, কবিতা লিখে যাই।