যত বাড়ে আলো হেথা, তত বাড়ে তাপ
অতি আলো হয় শেষে অতি অভিশাপ।
যত ফোটে ফুল হেথা, তত আসে কীট
সোহাগের রেনু চেয়ে ক্ষত হয় পিঠ।


প্রেম বাণী কেঁদে মরে প্রতিহিংসা হাসে
নীলকণ্ঠী ভালোবাসা রক্তবানে ভাসে।
জল চেয়ে পাও হেথা তীব্র শিলাবৃষ্টি
দখিনা পবন আনে ঝড় অনাসৃষ্টি।


রামের-হৃদয়-কবি, চাও সতী সীতা
সেও হেথা প্রতিদিন হয় অপহৃতা।
ধর্মরীতির বিকৃতি, মানুষেরে হেলা  
বুভুক্ষু দেখে খাদ্যের হোলিখেলা।


নির্মল চন্দ্রিমা করে পঙ্কের দালালি -
তব কাব্য হবে হেথা স্তুতি না গালি?
স্বর্গের নন্দন চাও হতে কাব্য মগ্ন?
ব্যর্থ কবি, ব্যর্থ তুমি, মিথ্যে তব স্বপ্ন।


পারো নাকো স্বপ্ন দিতে, দিতে কোন ফুল
পরিতাপ, অভিশাপে ভাসাও দু'কুল।
পারো নাকো দিতে কেন ক্ষমা, ভালোবাসা
স্বপ্নহীনে স্বপ্ন আর আশাহীনে আশা?


স্বৈরাচারীর উচ্ছিষ্টে হয়ে রও তৃপ্ত
পারো নাকো প্রতিবাদে হতে ঋজু, দৃপ্ত।
পৃথিবীটা হয় যদি অবিচারহীন
তোমার কবিত্ব কি প্রয়োজন সেদিন?


নরকের অগ্নিকুন্ডে না ফুটালে ফুল
তোমার কাব্য, কবিত্ব নিতান্তই ভুল।