যে ঐশী আলোর প্রথম শব্দ হীরা পর্বতে
ধ্বনিত হয়েছিল মহাবিশ্বের মহাপ্রভু হতে
চল্লিশ বছর বর্ষীয়াণ মোহাম্মদের উপর,
চলে তা তাঁর জীবনের শেষ তেইশ বছর।

সে বাণীর প্রধান বাহক ফেরস্তা জিব্রাইল
যদিও কিছু তার অন্যভাবে হয়েছে নাজিল।
পূর্বের নবীদের কাছে আসা আল্লাহর বাণী
কোরানে পূর্ণ করে আল্লাহ দেয় সমাপ্তি টানি।

কোরানের প্রথম ধারক মোহাম্মদের অন্তর
সাহাবীগন মুখস্ত করে সেই সব অতপর।
লেখা হয় তা খন্ড-বিখন্ড রূপে বিভিন্ন স্থানে
প্রয়োগ চলে তার, তাঁদের জীবনের সবখানে।

পরকালের লক্ষ্যে ইসলামী জীবনের বিধান
প্রদত্ত আল্লাহর বাণী - তার নামই কোরান।
কোরান যেন অন্য কথা থেকে থাকে আলাদা
তাই মোহাম্মদের কথা নালেখায় ছিল তাগাদা।


অসংখ্য মুসলমান নবীর জীবদ্দশায় মুখস্ত করে
লিখিত ও মুখস্ত মিলানো হয় সংকলনের তরে।
তৃতীয় খলিফা ওসমানের হাতে হয় তা সংকলন
আল্লাহর ওয়াদাই রয় তার নিখুঁত সংরক্ষণ।


আল্লাহর ইচ্ছাতে যে করে পূর্ণ সমর্পণ
তাঁর তরে আল্লার দান এক শান্তির জীবন।
দুজাহানে শান্তির সেই সত্য ধর্মের নাম
স্রষ্টার শাশ্বত কালের ধর্ম; আল-ইসলাম।

যাদের বিশ্বাস দৃঢ় অদৃশ্য আল্লাহর উপরে,
ফেরেস্তা এবং বেহেস্ত-দোজখে মৃত্যুর পরে
তাদের তরে কোরান এক নির্ভুল পথের দিশা
নিত্য পাঠে বৃদ্ধি পায় আল্লাহ-প্রেমের তৃষা।

নিত্যকার জীবনের বিধান লেখা পরিস্কার
মোহাম্মদের কর্ম ও জীবন উদাহরণ তার।
কিছু তার প্রকৃতি ও ইতিহাসে দৃষ্টি-আকর্ষণ
যেন মানুষ বোঝে আল্লাহর স্পষ্ট নিদর্শন।

কিছু তার শাস্তির খবর, সাবধান বানী -
লংঘিত হলে আল্লাহর নির্দেশিত পথখানি।
কিছু তার দেয় সুখবর মানব জাতির তরে
ভালো কর্মের ভালো পুরস্কার মৃত্যুর পরে।

কিছু তার করে আল্লাহর অরূপ প্রকৃতি বর্ণনা
মানুষ যেন না করে মিথ্যা সাকার-আরাধনা।
কিছু বাণী ইঙ্গিতবাহী - আল্লাহর কঠোরতা,
পরিশেষে তাঁর অসীম দয়া ও ক্ষমার বারতা।

কিছু তার ইঙ্গিতময়, জ্ঞান-বিজ্ঞান অন্বেষনে -
আল্লাহই সর্বজ্ঞানে জ্ঞানী - রেখে সদা মনে।
কিছু খবর সুপ্ত কোরানের বিভিন্ন স্থানে
যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানে।

মানুষের প্রতি আল্লাহর বারবার আহবান
মানুষ যেন পড়ে এবং বোঝে এই কোরান।
কোরান শব্দের অর্থ হলো বারবার পঠন
যাতে ব্রত হবে মুসলিমের প্রার্থনা-জীবন।

কোরান শিক্ষা দেয়, হও বিনয়ী-নিরহংকারী
গরীব, দুস্থ ও প্রতিবেশীর যা কিছু দরকারী
সত্পথের অর্জনে সেই সব আছে যার কাছে
দান ও যাকাত রূপে ওদের অধিকার আছে।

কোরান শিক্ষা দেয় যুদ্ধহীন শান্তির জীবন -
নাহলে ধর্ম, ঘর ও বাসভুমি হতে উচ্ছেদন।
অতপর অর্পিত যুদ্ধ অনিবার্য যতক্ষণ -
নিস্পাপ নারী, শিশু ও পরিবেশ নয় নিধন।

কোরান শিক্ষা দেয়, জোর নেই কোরান গ্রহণে
এর প্রতি অবিশ্বাস রবেই কারো কারো মনে।
সংঘাতহীন কোমলতায় পৌঁছাও এ বাণী
আল্লাহর হাতে ছেড়ে দাও শেষ বিচারখানি।

কোরানের প্রতি যাদের আছে সংশয় -
এ মোহাম্মদের কাব্য, আল্লাহর বানী নয় -
তাদের প্রতি আল্লাহর মুক্ত আহবান,
তৈরী করো আর একটি এমন কোরান।

মানব জাতি ব্যর্থ আজও সেই আহবানে -
পৃথিবীর কবি মহাকবিদের কাব্য ও গানে
ভাব-তথ্য, অভিনব ভাষা ও ভঙ্গিমায়
কোরানের সম মাধূর্য নেই কোন রচনায়।

যা পারেনি আজও পৃথিবীর পন্ডিত সমাজ
কেমনে হয় তা নিরক্ষর মোহাম্মদের কাজ?
এ নিগূঢ় রহস্য যার কাছে হবে পরিস্কার
রবে না সে আল্লাহর কোরানে অবিশ্বাসী আর।

কোরান সত্য, শাশ্বত, নিজেই এক অলৌকিক
এ নির্জ্ঞান অর্বাচীন বুঝবে তার কতটুকু ঠিক?
সন্দেহাতীত বিশ্বাস তাতে তবু, করি প্রার্থনা
হে আল্লাহ! পালনে তা অক্ষমতা করিও মার্জনা।
---------------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে