যখন আমার সকল কর্ম হয়ে যাবে শেষ
সবার কাছে সকল পাওনা হবে পরিশোধ
তখন আমায় পরতে দিও বিদায় বেলার বেশ
যাওয়ার আগে মনের ব্যথায় দিও গো প্রবোধ।


বন্ধ করো আমার ভোগের সকল জিনিস কেনা
নতুন করে আবার যেন করতে না হয় দেনা
যা দিয়েছ, পারি যেন করতে তা নি:শেষ
তোমার পূর্ণ ভিক্ষা পাওয়ার বাধা করো রোধ।


আমার দেওয়া দু:খে যেন কারো
নয়ন হতে ঝরে নাকো জল
ভাববে যারা যাচ্ছি তাদের ছেড়ে
মনকে তাদের করো না দুর্বল।


ব্যাকুল করো তোমার ডাকে যেতে আমার প্রাণ
হাসি মুখে ছিঁড়তে দিও পিছের যত টান
পূর্ণ করো শূন্য হৃদয় দেখিয়ে নতুন দেশ
যেন কিছুই নিইনে সাথে, তোমার যাতে ক্রোধ।