ও দয়াময় এই যদি হয় নেবে এখন প্রাণ
হোক না তবে গাওয়া আমার ওই নামে শেষ গান।
বাজুক সে গান হৃদয় জুড়ে
তোমার কথায় তোমার সুরে
তাতেই আমার হোক না বলা তোমার যত দান।


দাও এ চোখে তৃষ্ণা এমন - দাঁড়িয়ে তুমি দূরে
ডাকছো যেন কাছে আমায় মন জূড়ানো সুরে।
যাই ভুলে এ জগত মাঝে
দুঃখ ব্যাথার যে সুর বাজে
তোমার সুরে যে অমৃত তাই করে নিই পান।


ছিন্ন করে মায়ার বাঁধন
বিদায় বেলার করুণ কাঁদন
যেন হৃদয় জুড়ে অনুভবি তোমার মিলন-টান।