মানুষ হ'য়ে যে করে না সেই মানুষের সেবা
এই জগতে তারে মানুষ, বলবে বলো কে বা?
মানুষ সেবা মানে কিন্তু বিশাল কিছুই  নয়
যার যা নিত্য কাজের মাঝেই মানুষ সেবা হয়।


কাজের জন্যে নিয়োগ যাদের অফিস আদালতে
বড়ই সেবা, মানুষ যদি পায় তা তাদের হ'তে।
অসত পথে ঘুষ চাওয়া আর অকারণ হয়রানি
অত্যাচারের সমান যে হয় দেওয়া সেবাখানি।


স্কুটার কিংবা রিকশাচালক যাত্রী যখন টানে
জরুরীতে কেমন সেবা, যাত্রীগণই জানে।
কিন্তু যখন সেই চালকই রাস্তায় রেখে যান
চায় না যেতে ভাড়া দিলেও যাত্রী যেথায় চান,
কিংবা গেলেও ইচ্ছামতো দাবি করে ভাড়া
তখন সেটা কী আর বলো ঘোর অত্যাচার ছাড়া?


সেরা সেবার পেশায় আছে সকল চিতিত্সক
তাদেরই কেউ অর্থলোভে কসাই, শোষক, ঠক।
সদয় হয়ে যে জন রাখে রোগীর মাথায় হাত
সে এই ধরায় সেরা সেবক, যাহোক পেশা, জাত।


হাতটা ধরে এগিয়ে দিলে অন্ধ কোন জনে
সাহস দিলে সাহসহারা অসহায়ের মনে
ক্ষুধায় দিলে টুকরো রুটি তৃষ্ণায় ফোঁটা-জল
ক্ষুদ্র সেবায় দেয় যে এনে বিশাল মহাফল।


কিনে দিলে সস্তা পোশাক কিংবা ক'টি বই
হ'তে পারে একটা ছেলের ঊর্ধ্বে ওঠার মই
যে মই পারে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ে  
জগৎ আলোয় ভরতে পারে, সে শিক্ষিত হয়ে।


কিছুই দিয়ে সেবা করার সামর্থ না হ'লে
মানুষ সেবা যায় যে করা মিষ্টি কথা বলে।
মানুষ সেবায় নিবেদিত হবে যখন হৃদয়
দেখবে তখন কোন কিছুই সেবার বাধা নয়।


মানুষ যেমন চলা উচিত, চলবে তেমন তারা
তারাই সেবক, সেই চলাতে সহায় হবে যারা।
পথের বাধা সরিয়ে নিয়ে গড়লে আইন-কানুন
মানুষ যখন এগিয়ে যাবে, সমাজ পাবে গুণ।


সময় এখন সজাগ হওয়ার, মানুষ সজাগ হও
পথের বাধা সরিয়ে সেবার যুদ্ধ হাতে লও।