আমি যখন থাকব নাকো কার কি হবে তখন
নিত্য এখন এসব কথাই ভাবি কিছুক্ষণ।
আমার আগেও আমার মতই ভেবেছিল সবে
সবাই তারা চলে গেছে, কেউ নেই আজ ভবে।


যাদের কথা ভাবতো তারা, আছে ধরার বুকে
তাদের সময় যাচ্ছে কেটে দুঃখে কিংবা সুখে।
তারাই এখন ভাবছে আবার পরের জনের কথা
এরই মাঝে হয়তো আছে লুকিয়ে মানবতা।


মানুষ যে সে নিজকে ছাড়াও ভাববে পরের তরে
তার বিহনে স্বজন যারা চলবে কেমন করে।
এই ভাবনায় জীবন বাঁধে মায়ার নিবিড়তায়
যুগের পরে নতুন দিনে যুগের মিলন ঘটায়।


এই ভাবনা অনন্তকাল এই জগতে রবে
জীবন মিথ্যা, মায়া মিথ্যা - তত্ত্ব ব্যর্থ হবে।
এই জীবনের পরেও যদি অন্য জীবন থাকে
মায়ার বাঁধন রাখবে সেথায় জড়িয়ে জীবনটাকে।


কার কি হবে ভাবার সাথেও একটু ভাবা চায়
সেই জগতে, সেই জীবনে শান্তি যেন পায়।
আমার আগে গেছে যারা আমার কথা ভেবে
ভাবতে হবে আমার জীবন তাদের কি আজ দেবে।


এই জগতের সকল জীবন মায়ায় থাকুক সুখে
অন্য জগত জীবন যেন কাটেও মায়া বুকে।