তোরা দেখবি কে রে আয়
দূর গগনে আলো ছায়া
কেমন খেলে যায়।


দূর দিগন্ত ফেলেছে আজ ভরে
উড়ে আসা মেঘগুলো সব
দাঁড়িয়ে থরে থরে।
তার উপরে অস্ত রবি
আলোর প্রভায় আঁকলো ছবি
তাই দেখে আজ ভাবলো কবি
বালুর পাহাড় আলোর সীমানায়
তোরা দেখবি কে রে আয়।


আলো ছায়ার ক্ষণিক খেলায়
যা দেখি তা নয়
তবু যে হায় দেখার শেষে
দেখার আশাই রয়।
কোথায় বসে কোন সে জনা
সদাই খেলে কী আনমনা
আঁকে নানান যে আল্পনা  
মুগ্ধ হিয়ার বলার ভাষা নাই
তোরা দেখবি কে রে আয়।