আসছে সামনে দিন -
মানুষের মন পড়া যাবে বলন-লিখনবিহীন।


প্রতি মনের থাকবে তখন একটি পৃথক আইডি
পাসওয়ার্ডে বন্ধ, খোলা হবে মনের খাইটি।
নিজের মনটি খুলে রেখে আইডি জানা মনে
ম্যাসেজ দিলেই অন্যে মনটি খুলবে সেই ক্ষণে।
দুইটি মনে সরাসরি ঘটবে যোগাযোগ
থাকবে নাকো বলা কিংবা লেখার যে দুর্ভোগ।
নীরব হাসি, নীরব কান্না বুঝবে অপর মন
তোমার মতই করবে চারিপাশের  সর্বজন।


ভাবছো নীরব সেই জগতে কেমন হবে মজা
অন্তর্যামী কর্মবিহীন চুষবে বসে গজা।
ভালোবাসার কথাগুলো জানানো কী সহজ
বলতে গিয়ে না বলে আর ফিরবে নাকো রোজ।
দুঃখ ব্যথায় সান্ত্বনাতে বুঝবে না কেউ ভুল
মন বুঝাতে হবে নাকো দিতে কারেও ফুল।


ভাবনা তখন - অন্য মনটি এক্সেস দেবে কি না
ভালোবাসা দিতে গিয়ে দেখবে কি তার ঘৃণা?
সান্ত্বনাটা দেবে যখন, তাতে মনের ফাঁকি
যাকে দেবে সে সহজেই বুঝে ফেলবে নাকি?


এসব বুঝে আবার যদি বলন-লিখন চাও
ততদিনে দেখবে এসব জগত্ থেকে উধাও।
----------------------------------


*খাইটি > খাইঃ যাতায়াতের খাত, পরিখা, গর্ত, গুহা, ফাঁক, ছিদ্র, খন্দক, কূপ, কবর, খাল, গভীর জটিল।