তোমায় কাছে পাবো আমি
এই তো আমার চাওয়া
তারপরে যে তোমার কাছে
নেই কিছু আর চাওয়া।
তোমায় কাছে পাবো বলে
নিঠুর ঢেউয়ের গহীন জলে
এই তরনী বাওয়া।


শুধু তুমিই শুনবে বলে
নানান সুরে নানান ছলে
আমার এ গান গাওয়া।


এপার থেকে তোমার পারে
সে সুর পাঠাই অন্ধকারে।
ভাঙা তরীর বাঁধন খুলে
বসে আছি পালটি তুলে -
চাই তোমারই হাওয়া।