"মানুষ মানুষের জন্য"
বইতে রয়েছে লেখা     অনেক হয়েছে শেখা
          তবু মানুষ রয়েছে বন্য
সভ্যতার মুখোশ পরে   স্বার্থের ধ্বজা ধরে
           মানুষ হয়েছে জঘন্য।


                একটা নতুন বই চাই
যাতে আবার লেখা হবে   মানুষ অমানুষ হলো কবে
              কার কারসাজিতে, তাই।
আমি তো ক্ষুদ্র অতি       শুকনো আমার বংশী নদী
             ডুবে মরি কেন সভ্যতায়?


             আমার বুভুক্ষু মনে      
ক্ষুধার যন্ত্রনা সয়ে       ক্ষুদ্র এক রুটি লয়ে
           ভাগ করি কুকুরের সনে
সভ্য মানুষ যারা       সাগরে ফেলে তারা
            উদ্বৃত্ত খাদ্য টনে টনে।


             এ বাজার দরের ফন্দি -
আজকের সভ্যতার মুলে।   তাই তো মনুষত্ব ভুলে
            মানুষ আজ পশুত্বে বন্দী
কাগজের ফুল দিয়ে      সর্ষে ফুল গেছে নিয়ে
           আমার ক্ষেতের সীমানা খণ্ডি।


             আমরা থাকবো চির-বন্য
এসো সবে কর প্রতিবাদ    বলো, এ সব মিথ্যা প্রবাদ
             "মানুষ মানুষের জন্য"
পুড়ুক সভ্যতার বই          বলবো আমরা সভ্য নই
           তবু হবো না সভ্যতার পণ্য।


             একটা নতুন পৃথিবী চাই
যে পৃথিবীতে লেখা রবে      কার কি পাওনা হবে
          হবে না, কারো আছে কারো নাই !
মানুষ মানুষের জন্য বলে    এখানে যাদের বাণিজ্য চলে
          নতুন পৃথিবী দেবে তাদের বিদায়।