তুমি অমন ডেকে ঠেললে দূরে, রইতে পারি না
এসেও কাছে না পাই যদি, সইতে পারি না
সে ব্যথা সইতে পারি না।

রইলে দূরে হাজার বছর থাক না নয়ন ভিজে
পেয়েও তোমায় হারায় যদি তখন হবে কি যে?
বুকের মাঝে সাগর তৃষ্ণা, শুধু কইতে পারি না
সে ব্যথা সইতে পারি না।


আগুন দেখেও পতঙ্গ যে তারই দিকেই উড়ে
আগুন তারে যতই বলুক থাকতে অনেক দূরে
পতঙ্গ যে হৃদয় ভিজায় সেই আগুনেই পুড়ে।

দাও গো যত ভালোবাসা, ততই লাগে ভারি
একলা হলে এতো পাওয়া, বইতে কি আর পারি?
তোমায় বিনে তোমার এ প্রেম, বইতে পারি না
সে ব্যাথা সইতে পারি না।