পারিনি তো দিতে প্রিয়া তোমার যা দাম
চেয়েছিনু দিতে তবু একখানি নাম।
বলেছিনু, নামখানা হয় যদি মেঘ!
শুনে তা এলো তোমার, কী যেন আবেগ।
চেয়ে দেখি চোখ দুটো করে ছলছল
ঝরে যেন শ্রাবণের অবিরাম ঢল।
হয়তো বা ভেবেছিলে তুমি কালো তাই
এই নাম দিয়ে আমি তোমারে কাঁদাই।
বোঝনি, যে থাকে সদা এ মাটির বুকে
মেঘজল হয়ে তারে ভেজাতে যে সুখে।


চেয়েছিনু তোমাকে তো ডাকতে বকুল,
চাইলে না হতে এক রজনীর ফুল।
বোঝনি রাতের ফুল ঝরে গেলে প্রাতে
তুলে নিতে পারতাম ভুমি থেকে হাতে।
চাইনি তোমাকে ডাকি - ও রজনীগন্ধা
শোভ কারো ফুলদানি যেই হবে সন্ধ্যা।


হয়নি গো তাই দেয়া পছন্দের নাম
হৃদয়ের মাঝে তবু সদা ডাকিলাম।
সেই তুমি রও হয়ে চির অনামিকা
জীবনের পথে ধরে হাতে দীপশিখা।