বন্ধ যখন বাইরে যাওয়ার দ্বার
তখন দ্বার খুলে দাও অন্তরে আমার।
বন্ধ ঘরে তোমার আলো এসে
বৃষ্টি শেষে রৌদ্র উঠুক হেসে
দূর করে দাও মনের ঘরে যত অন্ধকার।


জানি না নাথ, জানি না কোন পাপে
বন্ধ ঘরে কী আশংকায় হৃদয় এমন কাঁপে।
আছো দ্বারের কাছাকাছি
সেই ভরসায় তবু আছি
তুমি নিও, তুমিই নিও আমার দ্বারের ভার।


যেদিন ডাকের আসে সময়
তার আগে আর কার যাওয়া হয়?
মরার আগে ভয়ে আমি মরবো না তাই আর।